পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করতে সকাল থেকেই চট্টগ্রামের বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় ছিল। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শত কষ্ট সহ্য করে দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করেন যাত্রীরা। বেশির ভাগ বাস কোম্পানির বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শেষ পর্যন্ত শত বাধা পেরিয়ে নাড়ির টানের বাড়ি ফিরেছেন চট্টলাবাসী।