প্রতিদিন ভোরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরাসহ বিভিন্ন তরতাজা ফুলের পসরা সাজিয়ে বসেন রাজধানীর শাহবাগের পাইকারি ব্যবসায়ীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের খুচরা ফুল ব্যবসায়ীরা এখান থেকেই ফুল কিনে নিয়ে যান।
তানভীর আহাম্মেদ
প্রতিদিন ভোরেই শুরু হয় শাহবাগের ফুলের পাইকারি বাজার
বিজ্ঞাপন
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরাসহ বিভিন্ন তরতাজা ফুলের পসরা সাজিয়ে বসেন পাইকারি ব্যবসায়ীরা
বিজ্ঞাপন
অনেক ফুলের মধ্য থেকে ভালোটা খুঁজে নিচ্ছেন ক্রেতাজারবেরা ফুলের পসরা সাজিয়ে বসেছেন দোকানি। ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে এক একটি তোড়াবাজারে প্লাস্টিকের ফুল আসায় কাঁচা ফুলের চাহিদা অনেক কমেছে বলে জানান ব্যবসায়ীরা। স্টেজ সাজানো থেকে বিভিন্ন কাজে প্লাস্টিকের ফুলই বেশি ব্যবহৃত হয়চায়না বেলির মালা কিনছেন এক ক্রেতা। ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে ১০০টি মালাতোড়ায় তোড়ায় সাজানো গোলাপ। ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে এক একটি তোড়াচায়না বেলি ফুলের মালার পসরা সাজিয়ে বসেছেন পাইকারি ব্যবসায়ীরাপ্লাস্টিক দিয়ে ভালোভাবে পেঁচিয়ে তার ওপর দোকানের নাম লিখে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফুলরিকশাচালক মুস্তাকের দিন শুরু হয় ফুল পৌঁছে দেওয়া দিয়ে। প্রতিদিন সকালে তিনি শাহবাগে এসে রিকশায় ফুল বোঝাই করেন। তারপর পৌঁছে দেন শহরের দোকানে দোকানেঅনুষ্ঠানের জন্য শাহবাগের পাইকারি ফুলের বাজার থেকে ফুল কিনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তিশাহবাগের ফুলের পাইকারি বাজার থেকে ফুল কিনে রিকশায় নিয়ে যাচ্ছেন কাঁটাবনের এক ফুল বিক্রেতা