রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত আগুনে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪৬–এ পৌঁছেছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সারা রাত আহত ও নিহত ব্যক্তিদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গে ছিল স্বজনদের ভিড় আর কান্না।
