শ্রাবণের দিনে আকাশ যেন রঙিন ক্যানভাস। রোদের ঝিলিক, কখনো সাদা, কখনো গাঢ় কালো মেঘে ঢেকে যায় চারপাশ। সেই মেঘের ফাঁকে সূর্যের সোনালি আলো গড়ায় নদীর বুকে, সৃষ্টি হয় নিস্তব্ধ ছায়া। আকাশে সাদা-কালো মেঘের মাঝে ওড়াউড়ি করে চিল। চা-বাগানের ওপর জমে থাকা মেঘগুলো বৃষ্টি নামার অপেক্ষায়। সিলেটের কাজীরবাজার ও দলদলি চা-বাগানে শ্রাবণের আকাশ নিয়ে ছবির গল্প