মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাঙালি পাঠকের কাছে তো বটেই, ভিনদেশি পাঠকের কাছেও অনন্য হয়ে আছেন। বাংলা সাহিত্যের খ্যাতিমান এই কবির জন্ম যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে। এ বছর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মের ২০০ বছর পূর্ণ হলো। প্রতিবছর সাগরদাঁড়িতে সাড়ম্বরে কবির জন্মজয়ন্তী উদ্যাপিত হয়। কবির ২০০তম জন্মবার্ষিকী উদ্যাপনে যশোর জেলা প্রশাসনের আয়োজনে ১৯ জানুয়ারি শুরু হয়েছে মধুমেলা। এই মেলা আজ শনিবার শেষ হবে।