উত্তরের অন্যতম ধান বেচাকেনার বড় মোকাম ঘোড়াধাপ। সেখানে হাটবার শনি ও বুধবার ব্যাপক ধান বেচাকেনা হয়। বোরো মৌসুমে মিনিকেট ও জিরাশাইল ধান ১৩০০ থেকে ১৩৫০ টাকা এবং মোটা জাতের ধান ১১০০ থেকে ১২০০ টাকা মণ বিক্রি হয়েছে। ঘোড়াধাপ হাটে ধান বেচাকেনার ছবি নিয়ে এই গল্প।
