খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পাশে রয়েছে একটি জলাশয়। তাতে পদ্ম ফুলের যেন মেলা বসেছে। সে দৃশ্য বড়ই নয়নাভিরাম। শিক্ষার্থীদের পাশাপাশি পদ্ম ফুলের শোভা দেখতে আসেন অনেক দর্শনার্থীও। গত বুধবার তোলা ছবি নিয়ে এই গল্প।
সাদ্দাম হোসেন খুলনা
জলাশয়ে ফুটে আছে পদ্ম ফুল।
বিজ্ঞাপন
পদ্ম ফুলের কলি।
বিজ্ঞাপন
ফুলে বসেছে একটি মৌমাছি। পদ্মপুকুরে ফুটেছে শালুক ফুলও।পদ্ম ফুলের বীজগুচ্ছ শুকিয়ে যাওয়া পদ্মবীজখাবারের খোঁজে জলাশয়ে নেমেছে বক। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার থেকে পদ্ম ফুলের শোভা দেখা যায়।