ভোরের আঙিনায় পাখির মেলা

ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই বাড়ির আঙিনা জেগে ওঠে পাখিদের ব্যস্ততায়। ফুলপ্রেমীর যত্নে গড়া ছোট্ট বাগানটি তখন রূপ নেয় এক জীবন্ত আশ্রয়ে—কোথাও কিচিরমিচির ডাক, কোথাও ডানা ঝাপটানোর শব্দ। বাগানবিলাসের ফুলে রস খেতে আসে মৌটুসি, কখনো পোকামাকড় ধরতে আকাশে ওড়ে ফিঙে। এমনই রঙিন, চঞ্চল আর প্রাণবন্ত মুহূর্তে ভরা বাড়ির আঙিনার পাখিদের আনাগোনা নিয়ে এই ছবির গল্প।

বাগানবিলাস ফুলের ডালে বসে কি রোদ পোহাচ্ছে নীলগলা মৌটুসি পাখি!
বাগানবিলাস ফুলের ডালে বসে কি রোদ পোহাচ্ছে নীলগলা মৌটুসি পাখি!
হলদে বুক মৌটুসি পাখি
বাঁশের ডালে বসে আছে একলা চড়ুই পাখি
বাড়ির আঙিনায় ওড়াউড়ি করছে ছাতারে পাখি
চুপচাপ স্বভাবের হলেও পাখিটি ছোঁ মেরে দ্রুত অন্য পাখির ছানা ধরে ফেলে
বাঁশের ডালে বসে আছে নীল টুনি
শিকারের আশায় বসে আছে ফিঙে পাখি
পাকুড় ফলের স্বাদ নিতে এসেছে সিপাহি বুলবুলি জুটি
চঞ্চল ছোট্ট দোয়েল