ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের সাইবেড়িয়া গ্রামের নিভৃত পল্লিতে চা বিক্রি করেন জাফর শেখ। তিন ধরনের দুধের সর দিয়ে তিনি চা তৈরি করেন। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে চা বিক্রি। ধরনভেদে প্রতি কাপ চা ২০, ৩০ ও ৬০ টাকায় বিক্রি করা হয়। চায়ের স্বাদ নিতে জাফর শেখের দোকানে প্রতিদিন কয়েক শ মানুষ ভিড় করেন। ভিড় এমন পর্যায়ে যায় যে চা–প্রেমীদের টোকেন পর্যন্ত নিতে হয়। চা–প্রেমীরা বলেন, এ চায়ে লুকিয়ে আছে ‘অমৃত’। তাই স্বাদ নিতে ছুটে আসেন তাঁরা। এ নিয়ে ছবির গল্প।