গাজীপুর সিটি নির্বাচনে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শরু হয়। ইভিএমে ভোট দেওয়া সম্পর্কে ভোটারদের নিয়মকানুন জানাতে দেখা যায়। যান্ত্রিক সমস্যার কারণে ভোট গ্রহণ ব্যাহত হচ্ছে, তাই বাইরে অপেক্ষমাণ ভোটারের সংখ্যা বাড়তে থাকে। সব মিলিয়ে নির্বাচনের সকালটি উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।
