বৃষ্টিভেজা নগরজীবন

সিলেটে শুক্রবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো ঝিরিঝিরি, আবার কখনো ঝুম বৃষ্টি। বৃষ্টির মধ্যে থেমে নেই জনজীবন। কেউ ছাতা মাথায় পথে হাঁটছেন, কেউবা ছাতা ছাড়া ভিজে যাচ্ছেন গন্তব্যে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ ভিজে, কেউ ছাতা মাথায় রাস্তা বাড়ি ফিরছে। পলিথিন মাথায় দেওয়া রিকশাচালকদের শরীর ভিজলেও রিকশার প্যাডেল ঘুরছে। শাহজালাল উপশহর এলাকায় বৃষ্টিভেজা নাগরিক জীবনের চিত্র নিয়ে ছবির গল্প—

ভিজেই রিকশা চালাচ্ছেন প্রবীণ ব্যক্তি
ভিজেই রিকশা চালাচ্ছেন প্রবীণ ব্যক্তি
ঝুম বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন দুজন
এক হাতে ছাতা আরেক হাতে সাইকেল ধরে বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছেন একজন
বিদ্যালয় ছুটি শেষে বৃষ্টি বেড়েছে, তাই বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরছে শিক্ষার্থী
এক ছাতার নিচে হেঁটে বাড়ি ফিরছে দুই শিক্ষার্থী
শিশুকে নিয়ে বাইরে বেরিয়েছেন এক ব্যক্তি। ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন যানবাহনের আশায়।
বৃষ্টির মধ্যে যাত্রীর সঙ্গে হাসিমুখে কথা বলছেন এক রিকশাচালক
আনারস বিক্রির জন্য ছাতা মাথায় ভ্যানে বসে আছেন বিক্রেতা