বর্ষায় টানা কয়েক মাস অথই পানিতে ডুবে থাকে হাকালুকি হাওর। শুষ্ক মৌসুমে শুধু বিল বাদে বাকি স্থানে পানি শুকিয়ে যায়। ঘাসে ভরা হাওর গবাদিপশুর চারণভূমিতে পরিণত হয়। ভেসে ওঠা জমিতে বোরো ধানসহ শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজি আবাদে ব্যস্ত হয়ে পড়েন কৃষকেরা। বিলে চলে মাছ ধরা। পরিযায়ী পাখিরা আসতে থাকে হাওরে। হাকালুকি হাওরের মৌলভীবাজারের জুড়ী উপজেলার অংশ থেকে তোলা