Thank you for trying Sticky AMP!!

মান্দার ফুলে কাঠশালিক

বসন্ত মানে ফুলের বাহার। বসন্ত মানে সদ্য পাতাঝরা গাছে নতুন প্রাণের সঞ্চার। বসন্তের শিমুল-পলাশসহ নানা ধরনের ফুলের পাশাপাশি গ্রামবাংলায় মান্দার ফুল দেখা যায়। টকটকে লাল মান্দার ফুল দূর থেকে দেখতে ঠিক শিমুল-পলাশের মতো। তবে আছে নিজস্ব সৌন্দর্য। ফুটে থাকা ফুলে বিচরণ করছে কাঠশালিক। ছবিগুলো বৃহস্পতিবার তোলা।

গাছে ফুটে আছে টকটকে লাল মান্দার ফুল।
ডালে বসে আছে কাঠশালিক।
বসন্তে ফোটে মান্দার ফুল।
কাঁটাযুক্ত মান্দার ডালে বসে আছে একটি কাঠশালিক।
উড়ে এসে ডালে বসে কাঠশালিক।
মান্দার গাছে তিন কাঠশালিক।
কাঁটাযুক্ত ডালে বিচরণ করছে কাঠশালিকটি।
গাছে ফুটে আছে অজস্র মান্দার ফুল।