কাপ্তাইয়ের কত রং

এই বর্ষায় নানা রঙে সাজে রাঙামাটির কাপ্তাই হ্রদ। সবুজে ঘেরা পাহাড়ের মাঝখানে বিশাল এই হ্রদ দেখতে আসেন ভ্রমণপিপাসুদের দল। কাপ্তাই হ্রদে রোদ, বৃষ্টি, রংধনুর খেলা উপভোগ করেন তাঁরা।

সকালের সূর্যের আলোয় কাপ্তাই হ্রদের মায়াবী রূপ
সকালের সূর্যের আলোয় কাপ্তাই হ্রদের মায়াবী রূপ
মেঘলা আকাশের ছায়া পড়েছে হ্রদে
নীলাভ জলরাশি। সাদা মেঘের ছুটোছুটি। সবুজ পাহাড়।
অথই জলে ভরা কাপ্তাই হ্রদ
একপশলা বৃষ্টি শেষে রংধনুর দেখা
কাপ্তাই হ্রদে রোদ, বৃষ্টির খেলা
আকাশে সাদা মেঘের ভেলা
একপশলা বৃষ্টির পর মেঘ জমেছে পাহাড়চূড়ায়
শেষ বিকেলে কাপ্তাই হ্রদের সৌন্দর্য