পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মে দিবস পালিত হয়েছে। এ দিন বিভিন্ন আয়োজন থেকে শ্রমিকদের অধিকারের কথা উচ্চারিত হয়। মে দিবসে বিভিন্ন পেশার শ্রমিকদের নিয়ে এবারের ছবির গল্প।
প্রথম আলো ডেস্ক
মে দিবসে কারখানায় লোহা কাটার কাজ করছেন একজন শ্রমিক। ধোলাইখাল, ঢাকা
বিজ্ঞাপন
মেশিনে ইটভাঙার কাজ করছেন এই নারী। শ্যামপুর, ঢাকা
বিজ্ঞাপন
৩০ বছরের বেশি সময় ধরে পুরোনো লোহা কাটার কাজ করছেন মো. সেলিম। শ্যামপুর, ঢাকামে দিবসেও শ্রমিকদের কাজ থেমে নেই। ঠেলাগাড়িতে করে রং ও রাসায়নিক দ্রব্যের পুরোনো ড্রাম সরানোর কাজ করছেন এই শ্রমিকেরা। ইসলামবাগ, পুরান ঢাকাগৃহস্থের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের জমি থেকে ধান কেটে এভাবে কাঁধে নিয়ে আসছেন একদল কৃষিশ্রমিক। মমিনপুর, রংপুরমোংলার সাইলো থেকে লাইটার জাহাজে করে সরকারি বরাদ্দের চাল এসেছে। চালভর্তি বস্তা ট্রাকে তোলার কাজ করছেন শ্রমিকেরা। এ জন্য প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা মজুরি পান তাঁরা। ৫ নম্বর ঘাট, খুলনাদুমুঠো খাবার জোগাড়ের জন্য প্রখর রোদে ইট ভাঙছেন এই নারী। বালিয়াঘাটা এলাকা, ডিক্রির চর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর