বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রিমাল’। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি, ঘন মেঘলা আকাশ আর মুহুর্মুহু ঝোড়ো বাতাসের কারণে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বারবার মাইকিং করা হচ্ছে। গবাদিপশুগুলোকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ছবিগুলো বিভিন্ন জেলা থেকে তোলা।
