পুরো চট্টগ্রাম নগর মূলত পাহাড়বেষ্টিত এলাকা। তবে এসব পাহাড় কেটে তৈরি করা হচ্ছে বসতঘর। এ কারণে পশুপাখির আবাসস্থল নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে পরিবেশ। এর রয়েছে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব। অন্যদিকে, যত্রতত্র বাড়িঘর তৈরিতে পাহাড়ধসের ঝুঁকি তো রয়েছেই। সাম্প্রতিক বছরগুলোয় বর্ষার সময় পাহাড়ধসে প্রাণহানি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি নগরের বায়েজিদ ও মতিঝরনা এলাকা থেকে ছবিগুলো তোলা।