মাঠে মাঠে আউশ ধান রোপণের ব্যস্ততা

বর্ষায় আউশ ধান রোপণের মৌসুম শুরু হয়েছে। মাঠে মাঠে আউশ ধানের জমি তৈরি ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। নাটোরের সিংড়া উপজেলার কইগ্রামের মাঠে আউশ ধানের চাষাবাদ ও চারা রোপণের ছবি নিয়ে ছবির গল্প

রোদ থেকে রক্ষায় মাথায় ছাতা দিয়ে মাঠে বসে আছেন ধানের চারা রোপণকারী কিষান-কিষানিরা
রোদ থেকে রক্ষায় মাথায় ছাতা দিয়ে মাঠে বসে আছেন ধানের চারা রোপণকারী কিষান-কিষানিরা
জমিতে চাষাবাদে ব্যস্ত কৃষক
জমির আইলে রাখা হয়েছে ধানের চারা
যন্ত্র দিয়ে চলছে জমির চাষ
জমিতে চারা রোপণ করছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক সদস্য
জমিতে সেচের পানির নালা তদারক করছেন কৃষক
চারা রোপণের প্রস্তুতি চলছে
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন নারী প্রতি বিঘা জমিতে আউশের চারা রোপণ করে মজুরি পান ১ হাজার ২০০ টাকা
আউশ ধানের খেতে শ্যালো মেশিন দিয়ে সেচ দেওয়া হচ্ছে