রাতারগুলে ঘোরাঘুরি

সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে যখন বালু ও পাথর লুট চলছে, তখন জেলার গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলাবনে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। সচেতন এলাকাবাসীর পরিকল্পনা আর গণঐক্যের কারণে টিকে আছে হিজল-করচ বন। পানিতে টইটম্বুর রাতারগুলে দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা।

রাতারগুল জলাবন।
রাতারগুল জলাবন।
রাতারগুলে প্রবেশমুখের চিত্র।
শরতের রাতারগুল।
রাতারগুল বন ঘুরে দেখছেন দর্শনার্থীরা।
নৌকায় করে পরিবার–পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা।
রাতারগুল গ্রামের লোকজনের ঐক্যের কারণে এমন পরিচ্ছন্ন রাতারগুল।
অপরূপ সৌন্দর্যের রাতারগুল।
নৌকাঘাট থেকে রাতারগুল বনের দৃশ্য।
রাতারগুলে বসে আপনমনে প্রকৃতি উপভোগ করা যায়।