চিম্বুক পাহাড়ের পাদদেশে কৃষকেরা করলা চাষ করেছেন। বান্দরবানের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাহাড়ে চাষ করা করলা বাজারজাত করা হচ্ছে। ওয়াইজংশন ও চিম্বুক এলাকার বিভিন্ন স্থান থেকে তোলা ছবি।
ছবি:মংহাইসিং মারমা, বান্দরবান
পাহাড়ে ফলেছে এত্ত বড় করলা
বিজ্ঞাপন
ঝুড়িতে করলা সাজিয়ে রাখছেন এক কৃষক
বিজ্ঞাপন
পাহাড়ের নিচ থেকে করলা নিয়ে আসছেন এক নারী কৃষকব্যাপারীর অপেক্ষায় তাঁরা ঝুড়িভর্তি করলা নিয়ে আসছেন দুই ম্রো নারীমেশিনে ওজন মেপে নামানো হচ্ছে করলাকরলা বাছাইয়ের কাজে ব্যস্ত কয়েক শ্রমিক করলাগুলো ব্যাগে ভরছেন এক ব্যবসায়ী বিশ্রাম নিচ্ছেন কয়েকজন বাজারজাতকরণের জন্য প্রস্তুতকৃত করলা