মাটির তৈরি টব

সামনে বর্ষা মৌসুম। এ মৌসুমে গাছ লাগানো ও চারা রোপণের ধুম পড়ে যায়। তাই নার্সারিগুলোতে চাহিদা বাড়ে মাটির তৈরি টবের। এসব টবে লাগানো হয় নানা ধরনের বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা। তাই বর্ষা সামনে রেখে কুমারপাড়ায় দিনরাত টব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুমার। এমন টব স্বাভাবিক সময়ে বাজারে বিক্রি হয় গড়ে ৩ টাকায়। তবে মৌসুমে দাম বেড়ে হবে ৪ টাকা। রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কুমারপাড়ার মাটির টব নিয়ে আজকের ছবির গল্প।

আধুনিক যন্ত্র দিয়ে এখন বানানো হয় টব তৈরির মূল উপকরণ কাদা। এক ঘণ্টায় এ জন্য গুনতে হয় ৮০০ টাকা
আধুনিক যন্ত্র দিয়ে এখন বানানো হয় টব তৈরির মূল উপকরণ কাদা। এক ঘণ্টায় এ জন্য গুনতে হয় ৮০০ টাকা
কাদা দিয়ে ছাঁচ তৈরি করে বানানো হচ্ছে টব
সদ্য তৈরি করা টব শুকানো হবে রোদের তাপে
রোদে শুকানো হচ্ছে টব
টবের চারদিকে ছিদ্র করা হচ্ছে; যাতে গাছের শেকড় সহজে বের হতে পারে
রোদে শুকানো শেষে পোড়ানোর জন্য চুল্লিতে সাজানো হচ্ছে টব
টব পোড়ানোর জন্য চুল্লিতে দেওয়া হয়েছে আগুন
শেষ হয়েছে টব পোড়ানোর কাজ
পোড়ানো টব নামানো হচ্ছে
বিক্রির জন্য প্রস্তুত করা টব মজুত করে রাখা হয়েছে বাড়ির উঠানে
বিক্রি হওয়া টব নিয়ে যাওয়া হচ্ছে রিকশা ভ্যানে