ঝুঁকিপূর্ণভাবে রেলক্রসিং পারাপার

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রেললাইন ব্যবহার নিয়ে অসতর্কতা ও অসচেতনতার চিত্র ফুটে উঠছে। ঝুঁকিপূর্ণভাবে রেলক্রসিং পার হওয়া, রেললাইনের ওপর বসা বা চলাচলের কারণে গত তিন বছরে সারা দেশে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ৩ হাজার ১৪০ জন, গড়ে প্রতিদিন মৃত্যু হচ্ছে তিনজনের। এর মধ্যে শুধু ঢাকা জেলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৬৩ জন, যা মোট মৃত্যুর এক–তৃতীয়াংশ। মগবাজার, কারওয়ান বাজার, তেজগাঁও ও মগবাজার ওয়্যারলেস রেলক্রসিং এলাকায় আজ সোমবার তোলা ছবিগুলো যেন বাস্তবতার করুণ প্রতিচ্ছবি এবং ঝুঁকি নিয়ে রেললাইন ব্যবহারের ভয়াবহ চিত্র।

ট্রেন আসার সময় হওয়ায় নামিয়ে দেওয়া হয়েছে প্রতিবন্ধক। কিন্তু তা না মেনেই পার হচ্ছেন অনেকে।
ট্রেন আসার সময় হওয়ায় নামিয়ে দেওয়া হয়েছে প্রতিবন্ধক। কিন্তু তা না মেনেই পার হচ্ছেন অনেকে।
ট্রেন আসছে, কিন্তু তাও ঝুঁকি নিয়ে রেলক্রসিং পার হচ্ছেন অনেকে।
প্রতিবন্ধকতা না মেনে রেলক্রসিংয়ে রিকশা নিয়ে পার হচ্ছেন এক রিকশাচালক।
রেলক্রসিংয়ের প্রতিবন্ধকতা না মেনে পার হচ্ছেন পথচারী।
প্রতিবন্ধকতা উপেক্ষা করে সাইকেল নিয়ে পার হচ্ছেন একজন।
ট্রেন আসছে, পড়ে গেছে প্রতিবন্ধক। কিন্তু তাড়াহুড়া করে পার হচ্ছেন অনেকে।
বৃষ্টিতে শিশুকে কোলে নিয়ে রেলক্রসিং পার হচ্ছেন এক অভিভাবক।
রেললাইনের ওপর মোটরবাইক থামিয়ে গল্প করছেন মোটরবাইক আরোহী।
বৃষ্টিতে রেললাইনের ওপর দিয়ে ছাতা মাথায় পার হচ্ছেন পথচারী।
ট্রেন আসার কারণে নামানো হলো প্রতিবন্ধক। সেই প্রতিবন্ধক না মেনে উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন মোটরবাইক আরোহী।
রেললাইনের পাশে অসতর্কভাবে ঘুমাচ্ছেন দিনমজুর।
ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণভাবে অনেক যাত্রী ভ্রমণ করছেন, যেকোনো অসাবধানতা আনতে পারে মারাত্মক বিপদ।