পোনা মাছের ঝাঁক

বগুড়ার গ্রামীণ পাকা সড়ক–সংলগ্ন পুকুরে ডিম থেকে পোনা মাছের চাষ করেছেন এক মৎস্যজীবী। এখান থেকে পোনা ধরে বাছাইয়ের পর তা স্থানীয় বাজারে বিক্রি করা হয়। সম্প্রতি মৎস্য চাষে আগ্রহ বেড়ে যাওয়ায় পোনা মাছের চাহিদাও বাড়ছে। ছবিগুলো বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর থেকে সম্প্রতি তোলা।

পুকুরে মাছ ধরার জন্য জাল টানছেন মৎস্যজীবীরা
পুকুরে মাছ ধরার জন্য জাল টানছেন মৎস্যজীবীরা
লাফিয়ে উঠছে রুই মাছের একটু বড় পোনা
পুকুরের পানিতে বাটা মাছের পোনার ঝাঁক
জালে আটকে পড়ছে বাটার মাছের পোনা
জালে একসঙ্গে ধরা পড়ছে মাছ ও পোনা
কাতলা মাছের পোনার সঙ্গে শিশুর আনন্দ
বিক্রির জন্য বাছাই করা হচ্ছে মাছের পোনা
জাল ভরে উঠেছে পোনা মাছে
বাছাইয়ের পর পোনা মাছ স্থানীয় বাজারে বিক্রি করা হবে