ফরিদপুরে বৃক্ষমেলা

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে ২ জুলাই থেকে ফরিদপুরে চলছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ ফরিদপুর শহরের ঝিলটুলী ব্রাহ্মসমাজ সড়কে এ মেলার আয়োজন করেছে। বিভিন্ন দেশি-বিদেশি প্রজাতির গাছ মেলায় রাখা হয়েছে। ফরিদপুরের বৃক্ষমেলার ছবি নিয়ে এ ছবির গল্পটি সাজানো হয়েছে। ছবিগুলো ২ ও ৩ জুলাইয়ে তোলা।

মেলার প্রবেশপথ
মেলার প্রবেশপথ
মেলার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন অতিথিরা
মেলায় সাজিয়ে রাখা গাছ দেখছেন দর্শনার্থীরা
টবে লাগানো গাছ দেখছেন এক ক্রেতা
গাছে ধরে আছে চিয়াংমাই আম। দাম লেখা হয়েছে ১১ হাজার ৫০০ টাকা
ভিয়েতনামের ‘আঠা ছাড়া কাঁঠাল’-এর গাছ রাখা হয়েছে মেলায়
ঘরে রাখতে ছোট্ট টবসহ গাছ রাখা হয়েছে মেলায়। তা হাতে নিয়ে দেখছেন ক্রেতা
বড়দের পাশাপাশি শিশুরাও আসছে মেলায়
মেলা থেকে বিভিন্ন গাছ নিয়ে রিকশায় করে বাড়ি ফিরছেন দুজন