ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহারের সময়ও শেষ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী বৃহস্পতিবার থেকে প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারে এবার পোস্টার নিষিদ্ধ। তাই বিকল্প হিসেবে বেছে নেওয়া হচ্ছে ফেস্টুন, ডিজিটাল ব্যানার। রংপুরে নগরের সেন্ট্রাল রোড ও ফায়ার সার্ভিস মোড়ে মিস্ত্রিদের ব্যস্ততা এখন কাঠ কাটা ও ফেস্টুন তৈরিতে।
