আজ ১০ মহররম পবিত্র আশুরা। দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। তাঁদের স্মরণে মুসলিম শিয়া মতাবলম্বীরা রাজধানীর লালবাগের হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেন। আজিমপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।
