রাজধানীর মেরুল বাড্ডার দক্ষিণ বারিধারা সোসাইটি মাঠে শুক্রবার দিনব্যাপী ‘প্রথম আলো আনন্দ মেলা’ অনুষ্ঠিত হয়। আনন্দ মেলায় শিশু-কিশোরদের জন্য দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা এবং সেগুলোর পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ছিল জাদু প্রদর্শনী, পুতুলনাচ, রোবট শো, মাসকট শোসহ আরও নানা আয়োজন। ‘প্রথম আলো আনন্দ মেলা’র টাইটেল স্পনসর এসিআই পিওর। ব্যবস্থাপনায় সহযোগী হিসেবে ছিল দক্ষিণ বারিধারা সোসাইটি ও দক্ষিণ বারিধারা ইয়ুথ ক্লাব।
