Thank you for trying Sticky AMP!!

বগুড়ায় পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব

বগুড়ায় শেষ হয়েছে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব। এতে বগুড়া ও জয়পুরহাট জেলার ১০ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। গতকাল বুধবার বগুড়া মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এই উৎসব হয়। সেখানে বক্তারা বলেন, বিতর্কের চর্চা চালিয়ে গেলে জ্ঞানের দুয়ার খুলে যায়, পৃথিবী আসে হাতের মুঠোয়। বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলার শপথ নেয়। উৎসবে চ্যাম্পিয়ন হয় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ ও রানার্সআপ হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকেরা।

উৎসবে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের কয়েকজন।
গান গাইছে উৎসবে আসা এক শিক্ষার্থী।
হাত তুলে মাদককে ‘না’ বলছে শিক্ষার্থীরা।
নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করছে বিতার্কিকেরা।
উৎসবে পুরস্কার হিসেবে পাওয়া ‘কিশোর আলো’ হাতে কয়েক শিক্ষার্থী।
প্রতিপক্ষকে জবাব দিচ্ছে চ্যাম্পিয়ন দলের এক সদস্য।
সনদ দেওয়া হচ্ছে এক প্রতিযোগীকে।
চ্যাম্পিয়ন বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ ও রানার্সআপ আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ দলের সঙ্গে অতিথিরা।
চ্যাম্পিয়ন বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ দলের সদস্যরা।
এভাবেই বিজয় উদ্‌যাপন করেছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এক বিতার্কিক।