পদ্মাপাড়ের জেলা ফরিদপুরে লিচুর আবাদ দিন দিন বাড়ছে। এবারের মৌসুমে জেলার সদর উপজেলার সদরদী ও মধুখালী উপজেলার জাহাপুরে লিচুর বেশ ভালো ফলন হয়েছে। বাগানগুলোয় এখন লিচু তোলা আর হাটে পাঠানোর কাজে ব্যস্ত সময় পার করছেন বাগানিরা। ফরিদপুরের লিচু নিয়ে এই ছবির গল্প—