কুমিল্লায় এম সাদেকের স্মৃতিতে পাঠাগার

এম সাদেক ছিলেন কুমিল্লায় প্রথম আলোর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক। গত ১৭ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনের সময় মারা যান তিনি। তাঁর স্মরণে কুমিল্লা বন্ধুসভার সদস্যরা প্রথম আলোর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে বন্ধুসভা কর্নারে চালু করেছেন ‘এম সাদেক স্মৃতি পাঠাগার’। এই পাঠাগার সমৃদ্ধ করতে বন্ধুসভার উপদেষ্টা, বন্ধুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বই উপহার দিয়েছেন। পাঠাগারটি ঘুরে সম্প্রতি ছবিগুলো তোলা-

প্রথম আলোর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে চালু হয়েছে ‘এম সাদেক স্মৃতি পাঠাগার’
প্রথম আলোর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে চালু হয়েছে ‘এম সাদেক স্মৃতি পাঠাগার’
পাঠাগারের জন্য বই উপহার দিয়েছেন অনেকেই
বন্ধুসভার বন্ধু তাবাসসুম নিধি পাঠাগারের জন্য বই উপহার দেন
এম সাদেক স্মৃতি পাঠাগারে বসে বই পড়ছেন পাঠকেরা
পাঠাগারে বেশ কয়েকজন পাঠকের একসঙ্গে বসে বইপড়ার ব্যবস্থা রয়েছে
পাঠাগারের পাঠচক্রে একজন পড়ছেন, অন্যরা মন দিয়ে শুনছেন
পড়ার জন্য পছন্দের বই বাছাই করছেন একজন পাঠক
পাঠাগারের উদ্বোধনী আয়োজনে বেশ কিছু বই উপহার হিসেবে পাওয়া যায়
নিরিবিলি পরিবেশে বই পড়তে অনেকেই আসছেন ‘এম সাদেক স্মৃতি পাঠাগারে’
বই পড়া শেষে পাঠাগারের সামনে বন্ধুসভার বন্ধুরা