রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

সাম্প্রতিক সময়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় রেলওয়ের জমি ও জলাশয় দখলের অভিযোগ উঠেছে। সরকারি আজিজুল হক কলেজের ফটক থেকে শুরু করে রেলওয়ে কলোনির সড়ক—বাদ যাচ্ছে না কিছুই। এমনকি আইন অমান্য করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত রেলপথ লাগায়ো জায়গায় গড়ে তোলা হচ্ছে স্থায়ী স্থাপনা। রেলওয়ের এসব জায়গা দখল নিয়ে আজকের ছবির গল্প।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রধান ফটকসংলগ্ন রেলওয়ের জায়গা দখল করে চলছে নির্মাণকাজ।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রধান ফটকসংলগ্ন রেলওয়ের জায়গা দখল করে চলছে নির্মাণকাজ।
নির্ধারিত যাত্রী ছাউনির জায়গাটিও এখন দখলদারদের কবলে।
রেল কর্তৃপক্ষ বলছে, ঝুঁকিপূর্ণ বিবেচনায় রেলপথের উভয় পাশেই ১৫ ফুটের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ অবৈধ। সেই আইনের তোয়াক্কা না করেই চলছে স্থাপনা নির্মাণ।
বগুড়া রেলওয়ে স্টেশনের অদূরে সেউজগাড়ী এলাকায় ১ দশমিক ০২ একরের জলাধারে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।
রেলওয়ে কলোনিতে যাওয়ার প্রধান সড়কটির একাংশ ‘বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল’ বগুড়া শাখার কার্যালয়ের দখলে।
রাজনৈতিক কার্যালয় নির্মাণ করায় কলোনিতে যাতায়াতের মূল রাস্তাটি সংকুচিত হয়ে পড়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের মার্কেট করার কথা থাকলেও সেই খালি জায়গা দখল করে প্রায় ১৫টি দোকানঘর নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
দখল করা জায়গায় এভাবেই দিনদুপুরে চলছে দোকান নির্মাণের কাজ।