বসন্তের রূপ ছুঁয়েছে বাংলার প্রকৃতিতে। ফুলে ফুলে এক নতুন রূপে সেজেছে প্রকৃতি। চারপাশে বাহারি ফুলের মিষ্টি গন্ধ মাখানো বাতাস আর গাছের ডালে ডালে রঙিন ফুলের মেলা। বসন্তে শিমুল-পলাশের দাপট বেশি। বাতাসে মাটিতে পড়ছে পলাশ ফুল। মাটিতে থাকা ফুল কুড়িয়ে নিচ্ছে শিশুরা। এ যেন শিশুদের বসন্ত উদ্যাপন। সিলেট কেন্দ্রীয় শাহি ঈদগাহ প্রাঙ্গণ থেকে ছবিগুলো তোলা