পলাশ ফুলে শিশুদের বসন্ত

বসন্তের রূপ ছুঁয়েছে বাংলার প্রকৃতিতে। ফুলে ফুলে এক নতুন রূপে সেজেছে প্রকৃতি। চারপাশে বাহারি ফুলের মিষ্টি গন্ধ মাখানো বাতাস আর গাছের ডালে ডালে রঙিন ফুলের মেলা। বসন্তে শিমুল-পলাশের দাপট বেশি। বাতাসে মাটিতে পড়ছে পলাশ ফুল। মাটিতে থাকা ফুল কুড়িয়ে নিচ্ছে শিশুরা। এ যেন শিশুদের বসন্ত উদ্‌যাপন। সিলেট কেন্দ্রীয় শাহি ঈদগাহ প্রাঙ্গণ থেকে ছবিগুলো তোলা

বসন্ত বাতাসে ঝরে পড়েছে পলাশ ফুল
বসন্ত বাতাসে ঝরে পড়েছে পলাশ ফুল
সেই ফুল কুড়াতে এসেছে শিশু রাফি
তার সঙ্গে যোগ দিয়ে আরেক শিশু
কে কার আগে কত ফুল কুড়াবে, চলছে সেই প্রতিযোগিতা
ফুল কুড়িয়ে রাখছে শিশুটি
এবার এক সঙ্গে চার শিশু ফুল কুড়াতে ব্যস্ত
গাছের ডালে ফুটে আছে পলাশ
বাতাসের দোল খেয়ে মাটিতে পড়েছে পলাশ ফুল
মুঠোভর্তি ফুল কুড়িয়ে নিয়েছে শিশুটি