পেঁয়াজের দামের প্রভাব আড়তে

দাম বাড়তি। দামের প্রভাব পড়েছে পেঁয়াজের বেচাকেনায়। বেচাকেনা কিছুটা কমেছে। কমেছে ক্রেতাদের আনাগোনা। ফলে শ্রমিকদের ব্যস্ততাও কিছুটা কমেছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজের আড়তগুলো ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।

বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পেঁয়াজ।
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পেঁয়াজ।
পেঁয়াজের বস্তা নিয়ে যাচ্ছেন এক শ্রমিক।
ট্রাকে তোলা হচ্ছে পেঁয়াজের বস্তা।
আড়তজুড়ে পড়ে আছে পেঁয়াজের বস্তা।
পেঁয়াজের বস্তার পাশে রাখা বোর্ডে দাম লিখে রাখা হয়েছে।
চলছে পেঁয়াজের বেচাকেনা।
আড়তে কাজের চাপ কম থাকার ঘুমিয়ে নিচ্ছেন এক শ্রমিক।