ইস্টার্ন রিফাইনারিতে একদিন

দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। এই পরিশোধনাগারে জ্বালানি তেল শোধনের সক্ষমতা বছরে সর্বোচ্চ ১৫ লাখ টন। তবে গত ২০২৪-২৫ অর্থবছরে সক্ষমতার চেয়ে ৩৫ হাজার টন বেশি তেল শোধন করেছে প্রতিষ্ঠানটি। এর আগের ১০ বছরে কোম্পানিটি মাত্র একবার লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছিল। সম্প্রতি ইস্টার্ন রিফাইনারি ঘুরে ছবিগুলো তোলা।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল ফটক।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল ফটক।
ভেতরে ঢুকতেই সারি সারি দেবদারু ও নারকেলগাছ চোখে পড়ে।
নিরাপত্তার জন্য রিফাইনারি এলাকায় হলুদ রঙের হেলমেট পরতে হয়।
রিফাইনারিতে কাজ করছেন শ্রমিক-কর্মচারীরা।
রিফাইনারির নিজস্ব ফায়ার স্টেশন রয়েছে।
এই পাইপগুলো দিয়ে জ্বালানি তেল ডিপোয় পাঠানো হয়।
রিফাইনারির বিশাল এলাকাজুড়ে রয়েছে নানা স্থাপনা।
রিফাইনারিতে ঢোকার আগে প্রজ্বলনশীল দ্রব্য এই বাক্সে জমা রাখতে হয়।
রিফাইনারিতে কয়েক ধাপে জ্বালানি তেল পরিশোধন করা হয়।
রিফাইনারি এলাকায় থাকা পুকুর থেকে পানি সংগ্রহ করে ফায়ার সার্ভিস।