সিভাসু মৎস্য জাদুঘরে

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ মিউজিয়াম দেশের একটি ব্যতিক্রমধর্মী ও শিক্ষামূলক সংগ্রহশালা। এটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় প্রায় আড়াই হাজার বর্গফুট জায়গাজুড়ে এই জাদুঘর বিস্তৃত। জাদুঘরে দেশীয় স্বাদুপানির প্রায় ১৩০ প্রজাতির মাছ সংরক্ষিত রয়েছে। বিলুপ্তপ্রায় ও দুর্লভ প্রজাতির মাছ ছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চল থেকে সংগৃহীত প্রায় ২৩০ প্রজাতির সামুদ্রিক মাছ এখানে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি রয়েছে প্রায় ১৫০ প্রজাতির শামুক ও ঝিনুক, মাছ ধরার জাল, নৌকা ও অন্যান্য সরঞ্জামের প্রদর্শনী। জাদুঘরটি শিক্ষার্থী, গবেষক ও আগ্রহী দর্শনার্থীদের জন্য জলজ জীববৈচিত্র্য সম্পর্কে জানতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

জাদুঘরে সংরক্ষিত আছে শজারু পটকা মাছ
জাদুঘরে সংরক্ষিত আছে শজারু পটকা মাছ
মৎস্য জাদুঘর ঘুরে দেখছেন শিক্ষার্থীরা
দেশীয় স্বাদুপানির প্রায় ১৩০ প্রজাতির মাছ এখানে সংরক্ষিত আছে
সংগ্রহে আছে ভিন্ন প্রজাতির কাঁকড়াও
ডলফিনের কঙ্কাল রাখা হয়েছে
জাদুঘরে আছে বিশাল পাল মাছ
বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ রুই, কাতলা ও ইলিশের কঙ্কালও সংরক্ষণ করা আছে
কাচের বোতলে সংরক্ষণ করে রাখা হয়েছে অক্টোপাস
সংরক্ষণের তালিকায় আছে টেবিল প্রবাল
প্রায় ১৫০ প্রজাতির শামুক সংরক্ষণ করা হয়েছে মৎস্য জাদুঘরে
সংগ্রহে আছে মাছ ধরার বিভিন্ন ফাঁদ
মাছ ধরার সরঞ্জাম
মাছ ধরার বিভিন্ন নৌকা রয়েছে সংগ্রহের তালিকায়