সরকারি শিশু পরিবারের ভবনটি জরাজীর্ণ

চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবারের (বালক) থাকার ভবনটি এতই জরাজীর্ণ যে সেখানে হাঁটতেও ভয় হয়। দেয়ালের বিভিন্ন অংশে পলেস্তারা খসে বের হয়ে আছে মরিচা ধরা রড। এর মধ্যেই ঝুঁকি নিয়ে বসবাস করছে শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলে, ‘মানুষ নিচের দিকে তাকিয়ে হাঁটে। আর আমরা ওপরের দিকে তাকিয়ে হাঁটি। ছাদের পলেস্তারা কখন খসে পড়বে, তার তো ঠিক নেই।’ ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি গণপূর্ত বিভাগ শিশু পরিবারটির পাঁচতলা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু অন্য কোথাও জায়গা না হওয়ায় সেখানেই থাকতে হচ্ছে শিশুদের।

জরাজীর্ণ ডরমিটরি ভবন।
জরাজীর্ণ ডরমিটরি ভবন।
খসে পড়ছে ভবনের পলেস্তারা।
ভেঙে গেছে রেলিংয়ের দেয়ালও।
বের হয়ে আছে মরিচা ধরা রড।
ভেঙে যাওয়া দেয়াল আর পলেস্তারা খসে পড়া ছাদ দেখাচ্ছে এক শিক্ষার্থী।
ঘরের ছাদের বিম থেকে খসে পড়ছে পলেস্তারা।
ভেঙে গেছে সিঁড়ির রেলিং।
জরাজীর্ণ কক্ষগুলোতে শিক্ষার্থীদের বসবাস।
দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে কিছু কক্ষ।
বের হয়ে আছে রড।
পলেস্তারা খসে পড়ে ভেঙে পড়ছে দেয়াল।
দেয়ালে জমে আছে শেওলা।
দেয়ালে জন্মেছে আগাছা।
ভেতরে-বাইরে সবখানে পলেস্তারা খসে ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে।