৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প কাঁপিয়ে দিল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ, তাঁদের অনেককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালগুলোতে। তাঁদের স্বজনদের উৎকণ্ঠিত মুখের সঙ্গে নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।
