ঢাকার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার ভোগান্তি

রাজধানীতে টানা কয়েক দিনের বৃষ্টিতে শহরের অনেক সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানি জমে তৈরি হওয়া খানাখন্দের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারীদের। রাজধানীর মোহাম্মদপুর, মাতুয়াইল, পুরান ঢাকা, জুরাইন এলাকায় জলাবদ্ধতার চিত্র।

কয়েক দিন বৃষ্টির কারণে শহরের অনেক সড়কে জলাবদ্ধতা ও খানাখন্দ তৈরি হয়েছে। এতে যানবাহনসহ সড়কে চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ০১ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
জলাবদ্ধতা ও খানাখন্দের কারণে দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক চিহ্ন দিচ্ছেন ট্রাফিক পুলিশের একজন সদস্য। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ০১ আগস্ট
বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ। শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকা, ০১ আগস্ট
হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের কাঠের খাট ফেলে রাস্তা বানানো হয়েছে। শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকা, ০১ আগস্ট
সামান্য বৃষ্টিতেই পুরান ঢাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে স্থানীয় লোকজন। সিদ্দিক বাজার, বংশাল, ০১ আগস্ট
জলাবদ্ধতা যেন পুরান ঢাকার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। সিদ্দিক বাজার, বংশাল, ০১ আগস্ট
দিনভর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। আফসার করিম রোড, জুরাইন, ঢাকা, ০১ আগস্ট
সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে এলাকাবাসী। আফসার করিম রোড, জুরাইন, ঢাকা, ০১ আগস্ট