ময়লা পানিতে সড়ক তলিয়ে, ঝুঁকিতে পথচারীরা

শীতের এই সময়ে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় হিজরা খালের কালো ময়লা পানি উপচে সড়কে জমে আছে। এতে পথচারীদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। দীর্ঘক্ষণ পানি জমে থাকায় সড়কে যানবাহনের গতি কমে সৃষ্টি হচ্ছে যানজট। অনেকেই ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের ওপর দিয়ে হেঁটে পার হচ্ছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।  

ময়লা পানি থেকে বাঁচতে লাফ দিয়ে রাস্তা পার হচ্ছেন এক নারী।
ময়লা পানি থেকে বাঁচতে লাফ দিয়ে রাস্তা পার হচ্ছেন এক নারী।
ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের ওপর দিয়ে চলাচল করছেন পথচারীরা।
দীর্ঘক্ষণ পানি জমে থাকায় সড়কে যানবাহনের গতি কমে সৃষ্টি হয় যানজট।
বাসাবাড়ির সামনে জমে আছে ময়লা পানি।
পানির ওপর চলছে প্রাইভেট কার।
পাঁচলাইশ আবাসিক এলাকায় মূল সড়কে জমে আছে ময়লা পানি।
ময়লা পানির কারণে দোকানের পাশ ঘেঁষে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারীরা।
আবাসিক এলাকায় পানিতে চলছে মোটরসাইকেল।
সড়কের দুই পাশে কালো ময়লা পানি, তাই সড়ক বিভাজকের ওপর দিয়ে যাচ্ছেন পথচারীরা।