‘রোজেলা চা’

আমিলা ও চুকাই—এ দুই নামেই বেশ পরিচিত। জুমে চাষ করা এর পাতা ও ফল পাহাড়িরা তরকারি হিসেবে খেতেই বেশি অভ্যস্ত। তবে স্থানীয়দের প্রিয় টক-স্বাদের এই ফল এখন আর শুধু রান্নার অনুষঙ্গ নয়, বরং হয়ে উঠেছে বাণিজ্যের নতুন সম্ভাবনা ‘চা’ হিসেবে। তরকারির চেয়েও জনপ্রিয় হয়ে উঠেছে ‘রোজেলা চা’। চায়ের উপাদান হিসেবে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ‘সি’-সমৃদ্ধ আমিলা বা চুকাই ফলের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে:

রাঙামাটির পাহাড়ে জুম কিংবা বাড়ির আঙিনায় এভাবেই ফুটে থাকে রক্তলাল আমিলা বা চুকাই ফল
রাঙামাটির পাহাড়ে জুম কিংবা বাড়ির আঙিনায় এভাবেই ফুটে থাকে রক্তলাল আমিলা বা চুকাই ফল
গাছ থেকে ফল সংগ্রহ করা হচ্ছে
নিপুণ হাতে মূল ফল আর পাপড়ি আলাদা করছেন কয়েকজন নারী
এই ফল ও পাপড়ি কয়েক ধাপে প্রক্রিয়াজাতের মাধ্যমে চায়ের উপযোগী করা হয়
আগে রোদে শুকানো হলেও এখন ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি
বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত হচ্ছে রোজেলা
শুকানোর পর ডিজিটাল স্কেলে ওজন মেপে প্যাকেটজাত করা হয় রোজেলা
নিজের তৈরি ‘রোজেলা চা’ হাতে উদ্যোক্তা ত্রিশিলা চাকমা