চোখ যত দূর যায়, হলুদ শর্ষেখেত। কুমিল্লার তিতাস উপজেলার সাগরফেনা, জগতপুর, কানাইনগর ও তুলাকান্দি গ্রামের মাঠজুড়ে এখন এমনই মনভোলানো দৃশ্য। কৃষিপ্রযুক্তির ছোঁয়ায় পতিত জমিতে বাড়ছে শর্ষের আবাদ। বাতাসে ম ম করছে শর্ষে ফুলের মিষ্টি সৌরভ। আর সেই সৌরভে মজে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে মৌমাছিরা। এই হলুদ প্রকৃতি আর জীবনের নানা অনুষঙ্গ নিয়ে আজকের এই ছবির গল্প।