দিগন্তজোড়া শর্ষেখেত

চোখ যত দূর যায়, হলুদ শর্ষেখেত। কুমিল্লার তিতাস উপজেলার সাগরফেনা, জগতপুর, কানাইনগর ও তুলাকান্দি গ্রামের মাঠজুড়ে এখন এমনই মনভোলানো দৃশ্য। কৃষিপ্রযুক্তির ছোঁয়ায় পতিত জমিতে বাড়ছে শর্ষের আবাদ। বাতাসে ম ম করছে শর্ষে ফুলের মিষ্টি সৌরভ। আর সেই সৌরভে মজে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে মৌমাছিরা। এই হলুদ প্রকৃতি আর জীবনের নানা অনুষঙ্গ নিয়ে আজকের এই ছবির গল্প।

দিগন্তবিস্তৃত মাঠজুড়ে হলুদ শর্ষে ফুলের এমন মনোমুগ্ধকর দৃশ্য
দিগন্তবিস্তৃত মাঠজুড়ে হলুদ শর্ষে ফুলের এমন মনোমুগ্ধকর দৃশ্য
শর্ষে ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত এক মৌমাছি
ভালো ফলনের আশায় শর্ষেখেতে সার ছেটাচ্ছেন এক কৃষক
চারদিকে হলুদের আভা ছড়িয়ে বাতাসে ভেসে বেড়ায় শর্ষে ফুলের মিষ্টি সৌরভ
দূরের খেত থেকেও শর্ষে ফুলগুলোকে ঝলমলে উজ্জ্বল দেখায়
খেতের পরিচর্যা শেষে বাড়ির পথে কৃষক
নীলাকাশে ভেসে বেড়াচ্ছে চিল, নিচে হলুদের গালিচা
খেতের পাশে দাঁড়িয়ে শর্ষের ফলন দেখছেন কৃষক দম্পতি