গ্রামীণ সড়কে ভোগান্তি

সিলেটে গতবারের বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কগুলো এখনো পুরোপুরি সংস্কার হয়নি। পাহাড়ি ঢল আর বন্যায় গোয়াইনঘাট উপজেলার ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কে দীর্ঘদিন ধরে ভোগান্তি নিয়ে চলছেন এলাকার মানুষজন। ‍ছবিগুলো সম্প্রতি সিলেট-গোয়াইনঘাট সড়কের লামাপাড়া, নোওয়াগাঁও ও গোয়াইনঘাট-পানথুমাই সড়কের ছাতারগ্রাম এলাকা থেকে তোলা।

নির্মাণাধীন সেতুর সামনে সড়ক কাদায় মাখামাখি
নির্মাণাধীন সেতুর সামনে সড়ক কাদায় মাখামাখি
বৃষ্টি হলে পথচারীদের ভোগান্তি আরও বাড়ে
ভেঙে গেছে সড়কের বিভিন্ন অংশ
সেতুর নির্মাণকাজ চলছে। পাশে তৈরি করা বিকল্প রাস্তাও চলাচলের অনুপযোগী
সেতু নির্মাণের জায়গায় পানি জমে থাকায় কাজ বন্ধ আছে। অনেকেই এ অংশ নৌকায় পার হন
কেউ কাদাযুক্ত সড়কে হাঁটছেন, কেউ নৌকায় ভাঙা অংশ পার হচ্ছেন
প্রায় দুই বছর ধরে এভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে
এ সড়কে চলতে হলে কাদা না মাড়ানোর উপায় নেই
বিকল্প সড়কে কাদায় আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা
অটোরিকশাকে কাদা থেকে ঠেলে তোলার চেষ্টা করছেন কয়েকজন
রিকশাভ্যান নিয়ে যাচ্ছেন একজন, তাঁকে সহযোগিতা করছেন আরেকজন