যমুনার চরাঞ্চলে এবার মিষ্টিকুমড়ার ব্যাপক ফলন হয়েছে। দামও ভালো, তাই চাষিরাও খুশি। কৃষি বিভাগের তথ্যমতে, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের ৬৮০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে মিষ্টিকুমড়ার আবাদ হয়েছে প্রায় ১৪০ হেক্টর জমিতে। চাষিরা বালুচর থেকে মিষ্টিকুমড়া তুলে সেখানেই বাজারজাত করছেন। পাইকারি দরে প্রতি কেজি মিষ্টিকুমড়া ২০ থেকে ২২ টাকায় বিক্রি হচ্ছে। যমুনার চরাঞ্চলে মিষ্টিকুমড়ার আবাদ নিয়ে এই ছবির গল্প।
