‘ভাদ্র মাসের তালপাকা গরম’ বলে একটি কথা আছে। রংপুরে গত কয়েক দিনের আবহাওয়া যেন তেমনই। বৃষ্টির দেখা নেই। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। এর মধ্যেও থেমে নেই জীবন ও জীবিকা। গরমে অতিষ্ঠ জনজীবনের ছবিগুলো সম্প্রতি রংপুর শহরতলির বিভিন্ন এলাকা ঘুরে তোলা।
