ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

‘ভাদ্র মাসের তালপাকা গরম’ বলে একটি কথা আছে। রংপুরে গত কয়েক দিনের আবহাওয়া যেন তেমনই। বৃষ্টির দেখা নেই। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। এর মধ্যেও থেমে নেই জীবন ও জীবিকা। গরমে অতিষ্ঠ জনজীবনের ছবিগুলো সম্প্রতি রংপুর শহরতলির বিভিন্ন এলাকা ঘুরে তোলা।

রোদের মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে এক শিক্ষার্থী।
রোদের মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে এক শিক্ষার্থী।
কাশবনে কড়া রোদের ঝলকানি।
গ্রামের পথে সাইকেল চালিয়ে ছুটছেন এক স্বাস্থ্যকর্মী। গরম থেকে বাঁচতে মাথায় ক্যাপ পরেছেন।
প্রখর রোদে ছাতা মাথায় খেতে কাজ করছেন একদল কৃষিশ্রমিক।
এক ছাতার নিচে রোদ আড়াল করে বিদ্যালয়ে যাচ্ছে দুই বন্ধু।
গরমে কাজের ফাঁকে পানি পান করছেন একজন কৃষক।
খেতে পুরোনো লুঙ্গি দিয়ে ছাতার মতো করে একটু আড়াল বানিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা।