কুয়াশায় ঝুঁকিপূর্ণ এক্সপ্রেসওয়ে

শীত মৌসুমে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চেহারা পাল্টে যায়। বিশেষ করে কুয়াশায় তো সামনে কী আছে দেখাই মুশকিল। এতে এ সময় এই সড়কে বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। তার ওপর নিয়ম ভাঙা, অন্য গাড়িকে পেছনে ফেলে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা, পথচারীদের অসতর্ক পারাপার নিত্যকার ঘটনা। কুয়াশার সময় এসব অনিয়ম হয়ে ওঠে আরও প্রাণঘাতী। আজ সোমবার সকালের এমন কিছু মুহূর্ত ছবিতে তুলে ধরা হয়েছে।

কুয়াশার ভেতরে পাল্লা দিয়ে ছুটে চলেছে মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা রাজেন্দ্রপুর এলাকায়
কুয়াশার ভেতরে পাল্লা দিয়ে ছুটে চলেছে মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা রাজেন্দ্রপুর এলাকায়
সকালের ব্যস্ত ও কুয়াশাচ্ছন্ন মহাসড়ক হেঁটে পার হচ্ছেন এক পথচারী
এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে যানবাহনের গতিসীমা পরিমাপ করা হয়
মহাসড়কে নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করায় মোটরসাইকেলের চালকদের জরিমানা করা হচ্ছে
রাতে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া একটি ব্যক্তিগত গাড়ি উদ্ধারে হাইওয়ে পুলিশ
মুন্সিগঞ্জের হাসাড়া হাইওয়ে পুলিশ স্টেশনের সামনে সাম্প্রতিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের দীর্ঘ সারি