পাবনায় মেরিন ক্যাডেটদের ‘পাসিং আউট’

বাংলাদেশ মেরিন একাডেমি পাবনার ক্যাডেটদের পাসিং আউট প্যারেড–২০২৪ উপলক্ষে সম্প্রতি একটি মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ বছর একাডেমির নটিক্যাল বিভাগে ২২ জন ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২২ জন ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণ শেষ করেছেন। পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী মেরিন একাডেমি ক্যাম্পাসের কিছু ছবি নিয়ে এ ছবির গল্প।

নৌবাহিনীর বাদক দলের সুর আর বাজনা।
নৌবাহিনীর বাদক দলের সুর আর বাজনা।
বাজনার তাল পায়ে-পায়ে।
একে একে সবার প্রবেশ।
প্যারেড গ্রাউন্ডে সমাবেশ।
জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন বাহিনীর পতাকা নিয়ে কুচকাওয়াজ।
টুপি খুলে ছুড়ে মেরে উদ্‌যাপনের আগে শারীরিক কসরত।
অতিথিদের সঙ্গে ক্যাডেটদের ফটোসেশন।
পাসিং আউট উপলক্ষে ক্যাপ থ্রোয়িং।