সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার এক মাস পর চট্টগ্রাম বন্দর জেটিতে ফিরেছেন এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকেরা। মঙ্গলবার বিকেল ৪টায় বন্দরের নিউমুরিং টার্মিনালে পৌঁছান তাঁরা। নাবিকদের দেখা পেতে এ সময় বন্দরের জেটিতে ভিড় করেন তাঁদের স্বজনেরা। তাঁদের কারও হাতে ছিল ফুল, কারও হাতে কেক। গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের মাথায় ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত করা হয়।