বান্দরবান সদর ছয় নম্বর জামছড়ি ইউনিয়নের পাইংক্ষ্যং নোয়াপাড়া এলাকায় দেড় কানি জমিতে ভুট্টা চাষ করেছেন মংপুসে মারমা। সেই ভুট্টাখেতে সবুজ গাছে ঝুলছে ভুট্টার মোচা। কিছু খেতের গাছ বাদামি হয়ে গেছে। সেখান থেকে পরিপক্ব ভুট্টা সংগ্রহ করছেন কৃষকেরা। আকারভেদে প্রতিটি ভুট্টা ১০-১৫ টাকা বিক্রি করছেন তাঁরা।