শিশিরভেজা সকাল

হেমন্তের সকালে আমন ধানের শিষে জমছে শিশিরবিন্দু। বার্তা দিচ্ছে শীতের আগমনীর। হেমন্তের এই সময়ে মনোরম আকাশ, শীতল বাতাস আর বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ। বগুড়ার গাবতলী উপজেলার চকসেকেন্দার, গুলটুপনগর, কর্নিবাড়ী ও লাঠিগঞ্জ এবং শাজাহানপুর উপজেলার শ্যামলাকান্দি পাড়া ও ভাটকান্দি এলাকা ঘুরে শিশিরভেজা সকালের কিছু চিত্র তুলে আনা হয়েছে:

শিশিরভেজা সকালে সূর্যের উঁকি
শিশিরভেজা সকালে সূর্যের উঁকি
ধানখেতে বাসা বেঁধেছে মাকড়সা
ধানগাছের পাতায় বসেছে পতঙ্গ
ধানখেতে বর্ণিল পতঙ্গের আনাগোনা
মুক্তার মতো ঝলমল করছে শিশিরকণা
শিশিরভেজা আলপথ ধরে সাইকেলে চেপে স্কুলে যাচ্ছে দুই শিক্ষার্থী
পাখি যাতে ফসলের ক্ষতি না করতে পারে, সে জন্য ভয় দেখাতে জমিতে রাখা কাকতাড়ুয়া
ধানগাছে জমা শিশিরবিন্দু সূর্যের আলোয় জ্বলজ্বল করছে
আমন ধানের শিষ আসতে শুরু করেছে