হেমন্তের সকালে আমন ধানের শিষে জমছে শিশিরবিন্দু। বার্তা দিচ্ছে শীতের আগমনীর। হেমন্তের এই সময়ে মনোরম আকাশ, শীতল বাতাস আর বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ। বগুড়ার গাবতলী উপজেলার চকসেকেন্দার, গুলটুপনগর, কর্নিবাড়ী ও লাঠিগঞ্জ এবং শাজাহানপুর উপজেলার শ্যামলাকান্দি পাড়া ও ভাটকান্দি এলাকা ঘুরে শিশিরভেজা সকালের কিছু চিত্র তুলে আনা হয়েছে:
