সকাল থেকে মেঘলা আকাশ। মাঝে রোদঝলমল। আবার মেঘলা। দুপুরের দিকে আকাশ ভার করে কালো মেঘ। পরে থেমে থেমে কয়েক দফায় ঝুম বৃষ্টি। বিপাকে পড়েন শিক্ষার্থীসহ পথচলা সাধারণ মানুষেরা। আজ দুপুরে ঢাকার কয়েকটি এলাকায় ছবিগুলো তোলা।
জাহিদুল করিম
ঝুম বৃষ্টিতে বিপাকে শিক্ষার্থী ও পথচারীরা। পদচারী–সেতুর নিচে আশ্রয় নিয়েছেন অনেকে। সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা।